Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আপনাদের নানা প্রশ্ন

 

প্রশ্ন:আমি যদি মামলা করতে চাই, আমাকে কি করতে হবে?

উত্তর:মামলা করার জন্য থানার ভারপ্রাপ্তকর্মকর্তা বরাবর ঘটনার তারিখ, সময়, স্থান, বিবরন ও যেকারনে মামলা করতে চান সেবিষয়ে সুষ্পষ্ট ও সুনির্দিষ্ট তথ্য দিয়ে লিখিত ভাবে দরখাস্ত করতে হবে। থানার ভারপ্রাপ্তকর্মকর্তা তদন্তসাপেক্ষে অথবা প্যোয়েজ্যক্ষেত্রে তদন্ত না করেই সরাসরি মামলা হিসেবে রেকর্ডকরবেন।

 

প্রশ্ন: আমি যদি মামলা করতে চাই, তাহলে কতটাকা খরচ হবে?

উত্তর: মামলা করার জন্য কোনটাকা লাগেনা।

 

প্রশ্ন: জিডি করতে হলে কত টাকা লাগে?

উত্তর: জিডি করতে কোন টাকা বা ফি লাগেনা।

 

প্রশ্ন: থানায় মামলা নিতে না চাইলে কি করবো?

উত্তর: থানায় কোন কারনে মামলা গ্রহণ করতে না চাইলে এবং মামলা করার উপযুক্ত ভিত্তি থাকলে সরাসরি সংশ্লিষ্ট থানার আমলী আদালতে মামলা করা যাবে।

 

প্রশ্ন: ইভটিজিং এর ঘটনা ঘটলে কি ভাবে প্রতিকার পেতে পারি?

উত্তর: কোনস্থানেই ভটিজিং এর ঘটনা ঘটলে প্রতিকারের জন্য তাৎক্ষনিক ভাবে থানায় অথবা উপজেলা নির্বাহী অফিসার অথবা সহকারী কমিশনার (ভূমি) এর নিকট জানাতে হবে।

 

প্রশ্ন: মাদক পাচার ওমাদক ব্যবসা বিষয়ে কোথায় জানাতে হবে?

উত্তর: মাদকপাচার ও মাদকব্যবসা বিষয়ে আপনার নিকট কোন তথ্য থাকলে সে বিষয়ে থানায়, মাদকনিয়ন্ত্রণদপ্তরে অথবা উপজেলা নির্বাহী অফিসারের নিকট জানাতে হবে।