Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
বাঘা দীঘি
বিস্তারিত

রাজশাহীর বাঘা উপজেলার শ্রেষ্ঠ ঐতিহ্য কারুকাজ খচিত মসজিদ ও মিষ্টি পানি পূর্ণ সু-বিশাল দীঘি । এই বাঘা দীঘির বয়স বর্তমানে প্রায় ৫ শত বছর। এই দীঘির আয়তন প্রায় ১৭ একর।

দীঘির স্বচ্ছ পানির আকর্ষনে শীতকালে সুদুর সাইবেরিয়া থেকে ছুটে আসে অতিথী পাখি।  দিঘির পাড় দিয়ে লাগানো আছে সারিবদ্ধ নারিকেল গাছ। মাজার ঘেষে একটি বিশাল সান বাধানো ঘাট তৈরী করা হয়ছে । ফলে ঐ ঘাট-সহ চার পার্শ্বের সোন্দর্য আরো বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দিঘির চারপাশের সারিবদ্ধ বৃক্ষ রাজি বেষ্ঠিত মনরোম পরিবেশ পর্যটকদের আকর্ষিত করে । গত কয়েক বছর ধরে বাঘার মাজার ও দীঘির উন্নয়নকল্পে দীঘিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ করা হচ্ছে। মাজার পরিচালনা কমিটির সিদ্ধান্তে কখনো এই মাছ ডাকে আবার কখনো বা সৌখিন মৎস্য শিকারিদের নিকট টিকিট এর মাধ্যমে বিক্রি করা হয়।