বাঘা উপজেলা (রাজশাহী জেলা) আয়তন: ১৮৪.২৫ বর্গ কিমি। অবস্থান: ২৪°০৭´ থেকে ২৪°১৯´ উত্তর অক্ষাংশ এবং ৮৮°৪৪´ থেকে ৮৮°৫৫´ পূর্ব দ্রাঘিমাংশ। এ উপজেলার উত্তরে চারঘাট উপজেলা ও বাগাতিপাড়া উপজেলা, দক্ষিণে দৌলতপুর উপজেলা (কুষ্টিয়া), পূর্বে লালপুর উপজেলা ও বাগাতিপাড়া উপজেলা, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ এবং পদ্মা নদী।
রাজশাহী শহর থেকে বাঘা উপজেলার দুরুত্ব প্রায় ৫০ কি:মি: । বাস অথবা মিনি মাসে সময় লাগে প্রায় ১.০০ ঘন্টা। উপজেলা চত্তর থেকে ২০ কিমি দূরে আড়ানীতে একটি রেল ষ্টেশন অবস্থিত । এই রেল ষ্টেশন থেকে সরাসরি ভ্যান অথবা সিএনজি যোগে উপজেলায় আসতে সময় লাগে প্রায় ২০ মিনিট।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস