রাজশাহী জেলার বাঘা উপজেলার পার্শ্ব দিয়ে প্রবাহমান বাংলাদেশের অন্যতম নদী পদ্মা। উপজেলার প্রায় ২০ কি.মি. এলাকা জুড়ে ইহা প্রবাহিত হয়েছে। বর্ষাকালে নদীর দুকূল ছাপিয়ে যায়। আবার শুস্ক মউসুমে জেগে উঠে বিশালাকৃতির চর। শরতে কাশফুল। এর প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত মনোরম।
হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন গঙ্গা নদীর প্রধান শাখা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় (মানাকোসা ও দুর্লভপুর ইউনিয়ন) বাংলাদেশে প্রবেশ করে, এখান থেকে নদীটি পদ্মা নাম ধারণ করেছে। গঙ্গার অন্য শাখাটি ভাগীরথী নামে ভারতে হুগলীর দিকে প্রবাহিত হয়। উৎপত্তিস্থল হতে ২২০০ কিলোমিটার দূরে গোয়ালন্দে যমুনা নদীর সাথে মিলিত হয়ে মিলিত প্রবাহ পদ্মা নামে আরো পূর্ব দিকে চাঁদপুর জেলায় মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে। সবশেষে পদ্মা-মেঘনার মিলিত প্রবাহ মেঘনা নাম ধারণ করে দক্ষিণে বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস